Daily Gazipur Online

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ঈদের পর দিন শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে মো: ফায়েজ উদ্দিন (৩৮) নিহত এবং উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে। নিহত ফায়েজ উদ্দিন পেশায় একজন নৌকার মাঝি। তিনি মাঝেরচর গ্রামের জরুন মিয়ার ছেলে।
চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম মিয়া এবং একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি হযরত আলীর সর্মথকদের মধ্যে পূর্ব শত্রæতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এসমস্ত বিরোধ মিমাংসার জন্য ঈদের পরে দুই পক্ষের লোকজনের এক সঙ্গে বসার কথা ছিল। কিন্তু ঈদের পর দিনই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এসব বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই টেটা বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সং ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ফায়েজ উদ্দিনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে সে মারা যায়। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা জানান, পূর্ব শত্রæতার জের ধরে এই ঘটনা ঘটেছে। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।