রিজভীর কারণে তারেকের কাছে ব্রাত্য ছাত্রদলের ক্ষুব্ধরা, প্রতিহতের ঘোষণা

0
178
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুন কমিটি গঠনে সদ্য ঘোষিত কাউন্সিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবিতে তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে রিজভী আহমেদের বাধার মুখে পড়েছেন ছাত্রদলের বিক্ষুব্ধরা।
তাদের অভিযোগ, নিজের অশুভ পরিকল্পনা ও মনোনয়ন বাণিজ্যের তথ্য ফাঁস হওয়ার ভয়ে ছাত্রদলের নেতাদের তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না রিজভী আহমেদ। তাই ছাত্রদলকে রক্ষা করে রাজনীতিতে সক্রিয় রাখতে রিজভী আহমেদের কুচক্রীদের প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছেন ছাত্রদলের আন্দোলনকারী নেতারা।
সোমবার (২৪ জুন) ছাত্রদলের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পক্ষে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রদলের সৃষ্ট সংকট নিরসনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। জানতে পেরেছি, মনমতো কমিটির অনুমোদন আদায় করতে গোপনে লন্ডনে যোগাযোগ রাখছেন রিজভী আহমেদ। তারেক রহমানকে ভুলভাল বুঝিয়ে আমাদের মতো ছাত্রদলের সিনিয়র নেতাদের বাতিল করতে অপতৎপরতা চালাচ্ছেন রিজভী। ছাত্রদলের ঝামেলা মেটাতে আমরা তারেক রহমানের সাথে কথা বলতে চাইছি। কিন্তু রিজভী আমাদের সেই সুযোগ করে দিচ্ছেন না। তাই ছাত্রদলকে রক্ষা করতে এবং কারো ব্যক্তিগত অধস্তন সংগঠন বানানোর পরিকল্পনা রুখে দিতে রিজভী আহমেদকে প্রতিহত করার পরিকল্পনা নিয়েছি আমরা।
এই বিষয়ে সদ্য বাতিলকৃত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, রিজভী আহমেদ শুরু থেকেই ছাত্রদল নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছেন। তার কারণে আমরা আজকে তারেক রহমানের কাছে ব্রাত্য হয়ে পড়েছি। আমরা যদি বঞ্চিত হই তবে রিজভী আহমেদকে ছেড়ে কথা বলবো না। প্রয়োজনে তাকে সবখানে প্রতিহত করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here