Daily Gazipur Online

রিপনের নেতৃত্বে গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাল স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ

নিজস্ব প্রতিবেদক : আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।
সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি ২০০৪ সালের এই দিনে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘রক্তাক্ত ২১ শে আগষ্টে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আল্লাহর দরবারে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। এই হামলার মাস্টারমাইন্ডসহ দণ্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য জোর দাবী জানাচ্ছি।’
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এসময় আরও বলেন, ‘রক্তাক্ত আগষ্টের আরেকটি বর্বরোচিত ভয়াবহ ঘটনা ২১ আগষ্ট! বাঙ্গালি জাতির আরেকটি কালো অধ্যায়। যে কলংকিত অধ্যায় শুরু হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার মাধ্যমে। তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের শাস্তি কার্যকর করতে সরকারের প্রতি উদাত্ত আহব্বান জানাই।’
১৬ বছর আগে এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। এই হামলায় সাংবাদিকেরাও আহত হন।