Daily Gazipur Online

রুদ্র অয়ন এর কবিতা

মহাশূন্যের গোলকধাঁধায়

আমার আমিকে
একবার দেখা দরকার,
বুঝা দরকার; খোঁজা দরজার।

কতটা ভালো অথবা
মন্দ আছি একবার তা
জানা দরকার।

নিজের কাছে স্পষ্ট হওয়ার
একটা সূক্ষ তাড়না
অনুভব করছি।

কোথায় যেনো
মিলছে না হিসেব
আমারই সাথে আমার।

সকাল তাড়া দিচ্ছে দুপুরে
বিকেল তাড়া দিচ্ছে রাতে!
সময় চলে যায় সময়ের স্রোতে।

সময়ের তাড়ায়
তাড়িত আমি
অনন্ত কাল যেনো ছুটছি!

একটা পৃথিবীতে
মহাশূন্যের গোলকধাঁধায়
আমি কেবলই ছুটছি!

– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ