Daily Gazipur Online

রেণুকে পিটিয়ে হত্যার অন্যতম অভিযুক্ত রিয়া গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বাড্ডায় গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত মোছাম্মদ রিয়া বেগম ওরফে ময়নাকে (২৭) গ্রেফতার করেছে ডিএমপি’র বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার গ্রেফতারকৃত রিয়া বেগমকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বাড্ডা থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ডিএমপি’র বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাড্ডার তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় ইতোপূর্বে নারায়ণগঞ্জ, বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করে ডিএমপি’র বাড্ডা থানা ও ডিএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব টিমের সদস্যরা।
উল্লেখ্য যে, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে গুরুতর জখম করে বিক্ষুব্ধ জনতা। ঘটনার দিন রেণু তার সন্তানের ভর্তির ব্যপারে স্কুলে যায়। সেখানে তাসলিমাকে ছেলেধরা বলে উৎসাহী জনতা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।