রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার আশ্বাস ইইউয়ের

0
103
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য বাংলাদেশের প্রতি ইইউ-এর সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ইইউ-এর বাংলাদেশের নবনিযুক্ত মিশন প্রধান মাহবুব হাসান সালেহ পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শুক্রবার বৈঠককালে চার্লস মিশেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর মাসে মাদ্রিদে অনুষ্ঠিত তার আগের সাক্ষাতের কথা স্মরণ করেন। এ সময় রাষ্ট্রদূত সালেহ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে আস্থা সৃষ্টির জন্য বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here