Daily Gazipur Online

র‌্যাবের নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিল সরকার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নেলসন মুলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি সাংবাদিকদের বলেন, “মার্কিন ‍যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহে আমরা ১০ ডিসেম্বর থেকে যে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে প্রতিনিয়ত সেগুলো নিয়ে কথা হয়, সরকারের সাথে সরকারের সম্পর্ক মেনটেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামক একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি, অতি সম্প্রতি।
“এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করতে সহায়তা করবে বলে আমরা আশা করি, সামনের দিনে।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
নিষেধাজ্ঞা কাটাতে যুক্তরাষ্ট্রে ‘লবিস্ট’ নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির
নিষেধাজ্ঞা তুলতে সরকার ‘লবিস্ট নিয়োগ’ করেছে: ফখরুল
‘লবিস্ট’ নিয়োগের তদন্তে ‘কেঁচো খুঁড়লে সাপ’ বের হবে: বিএনপি
বিএনপি-জামায়াত যুক্তরাষ্ট্রে ৮ লবিস্ট নিয়োগ করেছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্তের কথা এর আগে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইনি প্রতিষ্ঠান হলেও নেলসন মুলিন্স এক্ষেত্রে মূলত সম্পর্ক রক্ষা ও বেগবানের কাজই করবে বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার।
তিনি বলেন, “মার্কিন প্রশাসন অনেক বড় ও বিস্তৃত একটা জায়গা। তাদের সাথে যোগাযোগ রক্ষা করা কেবল একটি দূতাবাসের পক্ষে সম্ভব না। এ কারণে লবিস্ট নিয়োগ করে সম্পর্ক বজায় রাখা হয়।
“এই প্রতিষ্ঠান সরকারের সাথে সরকারের সম্পর্ক রক্ষায় কাজ করবে। যাতে মিথ্যা তথ্য বা মিস ইনফরমেশন যেগুলো যায়, সেগুলোর জবাব দেওয়া যায়।”
নেলসন মুলিন্সের সঙ্গে এক বছরের চুক্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ”এজন্য সরকারি খাত থেকে মাসে ২০ হাজার ডলার করে যাবে।”
এতদিন সরকারের হয়ে ‘গণসংযোগের’ কাজ করা লবিস্ট সংস্থা বিজিআর আগের মতোই কাজ করে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।