নরসিংদী থেকে হলধর দাস : করোনার হটস্পট নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩১১ জনে। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জনগনকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মূলক কর্মসূচী এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৩ হাজার ৩১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮০ জন, শিবপুরে ৩০৫ জন, পলাশে ৩৬৬ জন, মনোহরদীতে ১৯৬ জন, বেলাবতে ১৬৪ জন ও রায়পুরায় ১৯১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪০ জন ও হোম আইসোলেশনে আছেন ৩শত ৪৬ জন।
এ পর্যন্ত জেলায় কোভিড-১৯-এর সংক্রমণ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৫ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩০ জন, পলাশে ০৩, বেলাবতে ০৬, রায়পুরায় ০৭, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।