লন্ডন বিএনপি ও পাকিস্তানিরা এক হয়ে বিক্ষোভ করেছেন দেশের বিরুদ্ধে

0
207
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পয়লা মে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরকে বিতর্কিত করে রাজনৈতিক সুবিধা আদায় করতে পাকিস্তানের কুচক্রী মহল ও যুক্তরাজ্য বিএনপি এক হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ জানান, বিএনপি আর পাকিস্তানের মধ্যে যোগসূত্র নতুন কিছু নয়। সব সময়ই দেখা গেছে যে, বিএনপি আর পাকিস্তান একে অপরের প্রতি বেশ সহানুভূতিশীল। এবার জানা গেল, বিএনপির পক্ষে বিক্ষোভেও অংশ নিচ্ছে পাকিস্তানিরা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
সুলতান মাহমুদ শরীফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনে অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রী যেই হোটেলে ছিলেন সেই তাজ হোটেলের সামনে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করেছে বিএনপির একদল সমর্থক। আপত্তিকর পোস্টার ও ব্যানার নিয়ে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানারকম স্লোগান দিয়েছে। এর বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিক্ষোভেই কয়েকজন পাকিস্তানি নাগরিক বিএনপির সমর্থকদের সঙ্গে অংশ নিয়েছে। আমি এসব নিজের চোখে দেখেছি।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন, পাকিস্তানের সঙ্গে মিশে বিএনপি যে বিক্ষোভ করেছে, উক্ত বিক্ষোভের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যে অভিযোগও করা হয়েছে। লন্ডন পুলিশ এই বিক্ষোভের বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে। সেখান থেকে একটি সূত্র জানিয়েছে, বিএনপির বিক্ষোভের সময় সেখানে পাকিস্তানি নাগরিকরা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের ক্ষমতাসীন দলের প্রতি বিরোধীদের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে আরেক দেশে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করাটা নিজেদের জন্যেই লজ্জার বিষয়। তার ওপর নিজেদের শত্রু ভাবাপন্ন একটি দেশের নাগরিকদের সেখানে নিয়ে আসাটা রীতিমতো অপরাধের শামিল।
বিএনপির বিক্ষোভে পাকিস্তানিদের থাকার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তারা। এটা বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র কিনা সেটাও খতিয়ে দেখা উচিৎ বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here