
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আবারো সড়ক ডাকাতি হয়েছে। সোমবার ৮ জুলাই ভোরে উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কে মুচিপাড়া সাঁকো নামক স্থানে এ ঘটনা ঘটে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে সাইকেল আরোহী সাত জনের একটি ভাটা শ্রমিক দল কাজে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে ১০-১৫ জনের একটি ডাকাত দল তাদের পথ রোধ করে। আক্রান্ত হয়ে শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েন। ডাকাতরা শ্রমিকদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় শ্রমিকদের মধ্যে দুএকজন তাদের সাইকেল ফেলে পালিয়ে আসতে সক্ষম হন। স্থানীয়রা আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করেন।






