
সালাহ্ উদ্দিন, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরের গোপালপুর পৌর নির্বাচনে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল ।
বৃহস্পতিবার (১৭ ডিসেন্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে লালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাসিব বিন শিহাবের হাতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মঞ্জুরুল ইসলাম বিমল এর আগে গোপালপুর পৌরসভার ২ বার নির্বাচিত মেয়র ছিলেন । এবং তিনি নাটোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ও লালপুর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি সাবেক নাটোর জেলা বিএনপির নেতা ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র। মঞ্জুরুল ইসলাম বিমল এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে লড়বেন ।






