লালপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ সরকারি গাছ স’মিলে

0
465
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ সরকারি গাছ স” মিলে পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুন্জন শুরু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ( ২৮ মে) দুপুরে আড়বাব ইউনিয়নের গ্রাম পুলিশ মেহেরুল ইসলাম ঝড়ে ক্ষতিগ্রস্থ একটি শিশুগাছ ভ্যান যোগে সালামপুর বাজারস্থ একটি স” মিলে পাঠালে স্থানীয় লোকজন আটকিয়ে দিয়ে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা কে জানায়।
আড়বাব ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো: বেলাল হোসেন রাস্তা থেকে কেটে নেয়া সরকারি গাছ আতাউর রহমানের স” মিলে ডালসহ ৮ টুকরা শিশু গাছ, সাজদার রহমানের স”মিলে ৩ টুকরা শিশু গাছ জব্দ করেন। এছাড়া আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে ২৩ টুকরা ডালসহ শিশু গাছ, রবিউল ইসরামের বাড়ির পাশে ২ টুকরা রেইনটি কড়ই গাছ পান।
আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক বলেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা রাস্তার সরকারি গাছ চৌকিদার দিয়ে স” মিলে বিক্রি করছে, আমরা তা আটকিয়ে তহশীলদার, এসিল্যান্ড কে জানানো হয়েছে।
ভ্যান চালক রাশিদুল ইসলাম বলেন, মেহেরুল চৌকিদার আমাকে গাছ তুলে দিয়েছে, তা স” মিলে নামিয়ে দিয়েছি।
মেহেরুল চৌকিদার বলেন, ভ্যান ওলা ভুলে স” মিলে নামিয়ে দিয়েছে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ঝড়ে কিছু গাছ ভেঙ্গে পড়েছিল, তহশীলদার, উপজেলা চেয়ারম্যান, ইউএনওকে জানিয়ে চৌকিদার দিয়ে পরিষদের হেফাজতে রাখা হয়েছে, অথচ আমার বিরুদ্ধে একটি চক্র যড়যন্ত্র করছে।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো: বেলাল হোসেন জানান, সংবাদ পেয়ে সেখানে গিয়ে চেয়াম্যান সাহেবকে বলেছি, তার হেফাজতে রাখার জন্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here