লালপুরে টিচার্স ট্রেনিং কলেজে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
157
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের প্রথম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ জুলাই) লালপুরের মোহরকয়া জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে প্রথম ব্যাচের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ
চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। সোনিয়া হাসানের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ সিমানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বিশিষ্ট সমাজ সেবক ওয়াহেদুজ্জামান সরকার, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এএসএম মোকাররেবুর রহমান নাসিম, ইন্সট্রাক্টর জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। লালপুরে পদ্মা নদীর কোল ঘেঁষে জাহানারা এন্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের মনোরম পরিবেশে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়। এতে ৪টি বিভাগের ১১ টি জেলার ৭১জন শিক্ষার্থী বি এস এড এডুকেশনে ভর্তি হয়েছেন।
ওরিয়েন্টেশন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আসলাম উদ্দিন, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের প্রকাশক ও সম্পাদক ইমাম হাসান মুক্তি, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, ফজলুর রহমান, মোহরকয়া ভোকেশনাল ইনস্টিটিউটের সুপার তাহানুর ইসলাম পটল । পরে বিশেষ শিক্ষার্থীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here