লালপুরে ট্রেনের চোরাই ডিজেলসহ আটক চার

0
216
728×90 Banner

প্রতিনিধি, লালপুর ( নাটোর ) : নাটোরের লালপুরে ২৬৫০ লিটার ট্রেনের ইঞ্জিনের চোরাই ডিজেল সহ চার তেল চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।
শনিবার রাতে উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান আটককৃতরা হল উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের রইচ উদ্দিনের ছেলে চাঁন মিঞা (৪০), ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মাদপুর গ্রামের নুরু শেখের ছেলে বিপুল শেখ (৩০), আব্দুর রহিমের ছেলে মিজাউল ইসলাম(২৮) ও আতাইকুলা উপজেলার মধুপুর গ্রামের মজিদ মন্ডলের ছেলে সায়েদুল ইসলাম(১৯)।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উক্ত গ্রামে অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিনের ১৩ ড্রাম চোরাই ডিজেল সহ তাদের হাতে নাতে আটক করা হয়। ১৩ টি ড্রামে মোট তেল ছিল ২৬৫০ লিটার। এ সময় আটককৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড, তিনটি মেমোরী কার্ড তেল বিক্রির ৯৮০০ টাকা ও একটি ব্যাটারী চালিত ইজি বাইক উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here