Daily Gazipur Online

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরের আব্দুলপুর ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) সকাল ৮ টার দিকে উপজেলার আব্দুলপুর রেলগেট এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।