Daily Gazipur Online

লালপুরে দুর্বৃত্তের গুলিতে ১ জনের মৃত্যু

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে অলোক বাগচী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত অলোক বাগচী গোপালপুর পৌর সভার গোপালপুর (ঠাঁকুরবাড়ি) মহল্লার মৃত সুনিল বাগচীর ছেলে ও পেশায় সে একজন অটো চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলোক বাগচীকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গোপালপুর পৌর সভার তোফাকাট থেকে এক কিলোমিটার দুরে বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে দুর্বৃত্তরা অলোক বাগচীকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কে বা কাহার‍া এই ঘটনা ঘটিয়েছে, আসামীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরে মর্গে পাঠানো হচ্ছে।