Daily Gazipur Online

লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে গোপালপুর পৌর এলাকায় দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) গোপালপুর পৌরসভার দাঁইড়পাড়া শিবপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট (২১) উপজেলার বিজয়পুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দাঁইড়পাড়া শিবপুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। এ সময়ই রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবার নিশ্চিত করে এটি সুইটের মরদেহ।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । বিষয়টি তদন্তাধীন রয়েছে।