Daily Gazipur Online

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালপুর ( নাটোর ) প্রতিনিধি :নাটোরের লালপুরে খালের পানিতে ডুবে শিমলা (৩) ও মাইন(৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ৭ সেপ্টেম্বর ) বেলা সাড়ে এগারোটার দিকে লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের জোকাদহ গ্রামে এই ঘটনা ঘটে । শিমলা ওই গ্রামের শিপনের মেয়ে এবং মাইন রিপনের ছেলে। শিশু দু্ই জন বাড়ীর আঙ্গিনায় খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর পাশে ছোট খালের পানিতে ভাসতে থাকে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান।