সালাহ উদ্দিন,লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতিবেশীর লাঠির আঘাতে নান্টু ইসলাম (২৭) নিহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামের মৃত জামাল ঘোষের বাড়িতে মঙ্গলবার ( ২ এপ্রিল) রাত ১০ টার দিকে পারিবারিক গোলযোগ হলে প্রতিবেশী ইছার ঘোষের ছেলে ইউসুফ আলী বাশের লাঠি দিয়ে নান্টু ইসলামকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। আহত নান্টুকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত নান্টু জামাল ঘোষের ছেলে। লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।