লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের গোপালপুর পৌর এলাকায় সাইদুর রহমান নামে এক প্রাইভেট কারের চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
জানা যায়, বৃহস্পতিবার ( ৭ আগষ্ট ) রাত পৌনে ১০ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পাশে এঘটনা ঘটে। সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি মোঃ মমিনুজ্জামান বলেন এ ঘটনার রহস্য উদঘাটন হয়েছে এবং গাড়িতে থাকা একজনকে আটক করা হয়েছে বিস্তারিত প্রক্রিয়াধীন পরে জানানো হবে।
লালপুরে প্রাইভেট কারের চালককে গলা কেটে হত্যা, আটক ১
