Daily Gazipur Online

লালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রতিনিধি, লালপুর (নাটোর) :  “তামাক কোম্পানির কুটচাল রুখে দাঁও, তামাক নিকোটিন থেকে তরুণদের বাঁচাও”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২০ পালিত হয়েছে।
রোববার (৩১ মে) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী।
ন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসালম, উপজেলা সমবায় কর্মকর্তা আদম আলী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আছিয়া জয়নুল বেনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।