Daily Gazipur Online

লালপুরে মটর সাইকেলের সংঘর্ষে পল্লী বিদ্যুত কর্মীর মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মৃত্যু ও একজন আহত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে লালপুর উপজেলার মোহরকয়া বাজার – কয়লার ডহর এলাকায় এ ঘটনা ঘটে। লালপুর হাসপাতাল, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে  পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের আব্দুলপুর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান রেজাউল করিম ও জাহাঙ্গীর আলম বিলমাড়ীয়া এলাকা থেকে অফিসে ফেরার পথে মোহরকয়া বাজার – কয়লার ডহর সড়কের দুলাল ভান্ডারির বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এতে পল্লী বিদ্যুতের ওই দুই কর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলামকে (৪৫) মৃত ঘোষনা করে।

আরেক  বিদ্যুৎ কর্মী জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান নিহত আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে আমরা লালপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়ায় আছি।