সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): উপজেলা পর্যায়ে জাতিসংঘ ঘোষিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস – ২০১৯ উপলক্ষে ( ২৬ জুলাই) বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনষ্ঠান অনুষ্ঠিত হয় ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম , লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,পারভিন খাতুন, লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়াউজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া জয়নুল বেনু প্রমূখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।