
সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি —–রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়ে ছিল ৭৬ বছর। । তিনি স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার ( ১৩ মার্চ) লালপুরের নাগশোষা মধ্যপাড়া কবরস্থান চত্বরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়ার পর জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক, মাজদার রহমান, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আব্দুল হাই নান্নু।






