Daily Gazipur Online

লালপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত শুরু

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): লালপুরের অত্যান্ত জনগুরুত্বপুর্ন বিলমাড়ীয়া – লালপুর সড়কটি চলাচলে ঝুকিপূর্ণ হওয়ায় স্হানীয় যুবকেরা শনিবার ( ১৩ এপ্রিল) স্বেচ্ছাশ্রমে মেরামত শুরু করেছে।
সুত্রে জানা যায়, লালপুর – বিলমাড়ীয়া সড়কটি দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে যেতে বসেছে। প্রায় ৪ কি:মি: সড়কটিতে কারপেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের প্রস্থ্য না থাকায় সামনা সামনি গাড়ী পার হতে দীর্ঘ সময় লাগে। প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে স্থানীয় যুবকদের নিয়ে নিহারুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুল হামিদ, নাসিরুলের নেতৃত্বে শনিবার সকাল থেকে সড়কটিতে স্বেচ্ছায় মেরামতের কাজ শুরু করে।
সড়ক মেরামত কাজে নিয়োজিত সুমন মোল্লা বলেন, প্রতিদিন দূর্ঘটনায় মানুষ জখম হচ্ছে, তাই আমরা নিজেদের অর্থ দিয়ে সামান্য চেষ্টা করছি।