Daily Gazipur Online

লালপুরে ২ শ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ২ শ বোতল ফেন্সিডিল সহ রায়হান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান রাজশাহীর বাঘা উপজেলার গকুলপুর হাজরাপাড়ার আফতাবের ছেলে।
সুত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৭ ৩০ মি: লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের আর পি বাস কাউন্টারের পার্শে পিয়ারা ভর্তি ৪ টি প্যাষ্টিকের ক্যারেটে থাকা ২ শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় রায়হানকে আটক করলেও অপর আসামী মিনারুল ইসলাম পালিয়ে যায়। মিনারুল একই এলাকার আ: সাত্তারের ছেলে। আটকৃত ফেন্সিডিলের মুল্য ৩ লক্ষ টাকা। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।