
সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): নাটোরের ঐতিহ্যবাহী বিলমাড়ীয়া ফুটবল মাঠে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।
১ বৈশাখ ( ১৪ এপিল /১৯) সকালে নাটোরের লালপুর উপজেলার ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয। মেলা উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ষঠান, লাঠি খেলা, ঘোড়া দৌড়সহ নানা আয়োজন রয়েছে। সকালে বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়, মোহরকয়া উচ্চ বিদ্যালয়, বিলমাড়ীয়া মডেল একাডেমী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ বন্যাঢ্য র্যালী শেষে পান্তা খাওয়ার উৎসবে মিলত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাষ্টার আব্দুর রশিদ, বিলমাড়ীয়া হাটবাজার কমিটির সভাপতি ডা: আযম আলী, অধ্যক্ষ আমজাদ হোসেন প্রমুখ।
