Daily Gazipur Online

লাহাগড়ায় ফয়েজ আলম লাবুর দাফন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল(অবঃ) শেখ মোহাম্মদ আমান হাসান এর ছোট মামা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ ফয়েজ আলম লাবু। সোমবার (৩০ নভেম্বর) জোহরবাদ কাশিপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১:৩০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। শেষ বিদায়ী মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস নসীবের জন্য দোয়া করা হয়।