লিভারপুলও মেনে নিল মেসির শ্রেষ্ঠত্ব

0
216
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: ক্যাম্প ন্যুয়ে হারের পর লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন লিভারপুলের দুই তারকা। ‘অল রেডস’দের দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও অ্যান্ড্রু রবার্টসনের মতে, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পিএফএ (প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন) পুরস্কারজয়ী ফন ডাইকের কাঁধে দায়িত্ব ছিল মেসিকে সামলানোর। কিন্তু শত চেষ্টাতেও আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে থামাতে পারেননি বিশ্বের সবচেয়ে দামী এই ডাচ সেন্টার ব্যাক।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জোড়া গোল করে বার্সেলোনাকে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। স্পর্শ করেছেন বার্সার হয়ে ৬০০তম গোলের চ‚ড়া।
শিষ্যদের মতো মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। ফ্রি-কিক থেকে মেসির করা ম্যাচের তৃতীয় গোলটির পর তো হেসেই দিয়েছিলেন এই জার্মান। মেসির ৬০০তম গোলের মাইলফলক ছোঁয়াকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেই জানতাম মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আজ আবার তা দেখলাম, আমি আশ্চর্য হইনি। এই মুহূর্তে সে অদম্য।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here