Daily Gazipur Online

লোহাগড়ায় পল্লী বিদ্যুতের বিপুল পরিমান কাটা তার উদ্ধার, ৪ চোর আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের বিপুল পরিমান কাটা তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৪ জন চোরকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদেও ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থানার এসআই বাচ্চু শেখের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার গন্ধবাড়িয়া এলাকার সোহাগের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান পল্লী বিদ্যুতের কাটা তারসহ ৩টি চাপাতি, ১টি শাবল ও ১টি বোল্ড কাটার উদ্ধার করে। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। এ সময় তার কাটার কাজে জড়িত থাকার অভিযোগে এলামুল শেখ, মো: ইব্রাহিম মোল্যা, মো: জিল্লুর রহমান, মো: ইমন মোল্যাকে আটক করে। এ ঘটনায় লোহাগড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএমকম মো: রুবেল হোসেন বাদী হয়ে ৪ জনসহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত কওে বলেন, আটক ৪ জনকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।