লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

0
228
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে চারজন দোকান মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২ মে) দুপুরে নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আলাউদ্দীন এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আলাউদ্দীন জানান, লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রাখার অপরাধে লোহাগড়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শতরুপা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শাড়ী কাপড় বিক্রেতা শান্তি বস্ত্রালয়কে ১০ হাজার, মা-মনি বস্ত্রালয়কে ২৫ হাজার ও মা-কালি বস্ত্রালয়ের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জরুরী সেবার দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অথচ সেই নির্দেশনা অমান্য করে বাজারের বিভন্ন ব্যবসায়ী দোকান খোলা রেখেছে এমন কি গোপনে কাষ্টমার দোকানে ভিতর নিয়ে বিক্রি করছে। এমন খবর পেয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here