

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা’র প্রাক্তন ছাত্রদের সংগঠন, ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) অন্যান্য বছরের মত এবারও তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। মোট ২৩ টি প্রাক্তন ব্যাচ এর অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও ভলিবল খেলা নকআউট পদ্ধতিতে ৩ মাস ব্যাপী অনুষ্ঠিত হয়।
সম্প্রতি এই অনুষ্ঠানের ফাইনাল খেলাগুলো ও পুরস্কার বিতরণী বর্ণাঢ্য দিবা-রাত্রি আয়োজনে সম্পন্ন হয়। ফুটবলে যথাক্রমে ল্যাব’২০ ও ল্যাব’১০; ক্রিকেটে ল্যাব’১৬ ও ল্যাব’১৮; ভলিবলে ল্যাব’১০ ও ল্যাব’১৭ এবং ব্যাডমিন্টনে ল্যাব’১৭ ও ল্যাব’০৫ হয় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হবার গৌরব অর্জন করে।
সারাদিন ব্যাপী প্রাক্তন ও বর্তমান শিক্ষক, অবিভাবক ও প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে মুখরিত ক্যাম্পাসে খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওলসা প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আজম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ ভুঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু (ল্যাব’৮৪); বিসিবি’র দুই পরিচালক সালাউদ্দিন চৌধুরী (ল্যাব’৮৯) ও ডাঃ ইসমাইল হায়দার মল্লিক (ল্যাব’৯২) এবং স্পোর্টস ইভেন্ট এর অন্যতম পৃষ্ঠপোষক মীর গ্ৰুপ এর চেয়ারম্যান সামা-ই জহির (ল্যাব’৯১)।
