Daily Gazipur Online

শনিবার সালামত উল্যাহ মাস্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সালামত উল্যাহ মাস্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী (১৭ আগস্ট) শনিবার। মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান মেমোরিয়াল একাডেমির কর্মসূচীর মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ জোহর বড় দেওড়াস্থ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।