মোঃ শাহজালাল দেওয়ান : আগামী ৩১শে মে গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ কতৃক আয়োজিত,গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা সফল করার লক্ষ্যে টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুল হক লিটন প্রদানের সভাপতিত্বে এবং টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।স্মরণ সভার প্রস্তুতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক,এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু,সহ-সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এহসানুল আলম ফরাজী,কার্যনির্বাহী সদস্য জাহিদুল কবির আনোয়ার,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমাম হোসেন,সাংগঠনিক সম্পাদক,জামাল হোসেন,সাজিদ খান টুটুল, দপ্তর সম্পাদক আলাউদ্দিন মিয়া,প্রচার সম্পাদক জীবন দাস,টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মনির মোল্লা,মামুনুর রশিদ মোল্লা,শামীম ইশতিয়াক,৫৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিটন খান ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শেহজাদ সোহাগ,জসিম উদ্দিন পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুরের মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার কে স্মরণ করে বক্তারা বলেন জীবিত অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাস্টার যখন আমাদের মাঝে ছিলেন দীর্ঘ ১৮ বছর পরও আমাদের সেই স্যারের প্রিয় দর্শকপ্রিয় অনুভূতি এখনো বেঁচে আছে স্যারের সেই ১৮ তম শাহাদাত বার্ষিকী সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১শে মে মঙ্গলবার যে স্মরণসভার আয়োজন করা হয়েছে সেদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান দুলু.সহ-সভাপতি কাজী মেজবাহ উদ্দিন সাচ্চু,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি থানা এবং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে মাঠ কানায় কানায় পূর্ণ করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এর স্মরণ সভা কে সাফল্যমন্ডিত করার প্রতিশ্রুতি দিয়েছ।