Daily Gazipur Online

শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সমাপনী

মো: জাহাঙ্গীর আকন্দ: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২য় দিনের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সোমবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
দুইদিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মতিউর রহমান মতি, রক্ত দান কমসুচির প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়াড কাউন্সিল আমজাদ হোসেন,গাজীপুর সদর থানা সেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল্লাহ শাওন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর সদর থানা যুবলীগ নেতা ও আজিম উদ্দিন কলেজ ছাএলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ মোড়ল, গাছা থানা যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, নোয়াগাঁও ক্রীড়া চক্রের সাধারণ সম্পদক-যুবলীগ নেতা সোহেল রানা, আমির হামজা,, টঙ্গী সরকারি বিশ্বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর,আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জসিম মাতব্বর লোকমান হোসেন ইব্রাহিম চৌধুরী, মোঃ হোসেন, মিন্টু মিয়া,, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর শেখ মো: ফয়সাল, ডা: হুমায়ুন কবির, সায়মা আক্তার, রিয়াজ আহমেদ, রনি মোল্লা, ইসরাত রোকেয়া মিতু, সানজিদা আক্তার তামান্না প্রমুখ।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল বলেন, দেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনে সাধারণ মানুষ হোমকোয়ারেন্টেনে আছে। নি¤œ আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এমন সময় সাধারণ মানুষের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যগাত ঘটছে। ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এখান থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন ২ দিনে প্রায় ৫শ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে । একদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প করা সত্তে¡ও তা বৃদ্ধি করে দুই দিন করা হয়েছে।