Daily Gazipur Online

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাত বার্ষিকী আজ ৭ মে শুক্রবার পালিত হয়েছে। দলীয়ভাবে এ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন। গত রাত ১২টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দরাবাদে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি। পরে সকালে মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী মো: শহীদুল্লাহ, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, শহীদ আহসান উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিত্র, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, হাজী মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম দুলাল, যুবলীগ নেতা একে এম পলাশ জলিল, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার টঙ্গীস্থ তার নিজ বাসভবন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবকলীগের এক সম্মেলনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি খেটে খাওয়া শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে দেশবিদেশে শ্রমিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন।