শারদীয় দুর্গোৎসবে গাজীপুরে বিএনপি’র শুভেচ্ছা উপহার

0
490
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ই সেপ্টেম্বর) দুপুরে জয়দেবপুরের কৃপাময়ী কেন্দ্রীয় কালী মন্দিরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেন সরকার নগরীর বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এসময় মহানগরের ১২১টি ও বাড়ীয়া ইউনিয়নের ৮টিসহ মোট ১২৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
শওকত হোসেন সরকার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমাদের গৌরব। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা সর্বদা পাশে আছি।
শুভেচ্ছা উপহার পেয়ে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here