Daily Gazipur Online

শাহজাদপুরে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাট্যোৎসব অনুষ্ঠিত

আবির হোসাইন শাহীন :সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে একদিনের নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সন্ধ্যায় গার্লস হাইস্কুল প্রাঙ্গণে বিবর্তন নাট্য গোষ্ঠীর আয়োজনে এ নাট্য উৎসবে কাজী শওকতের রচনা ও নির্দেশনায় নাটক ‘ফুটবল’ ও ‘বঙ্গভ’ম’ মঞ্চস্থ করে বিবর্তন নাট্য গোষ্ঠী এবং আহম্মেদ শরিফ রচিত নাটক ‘এবং রাজাকার’ মঞ্চস্থ করেন রবীন্দ্র থিয়েটার শাহজাদপুর । এর আগে বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা ৭ সভাপতিত্বে বিশ্ব নাট্য দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহ আলম,সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক লেখক আতিক সিদ্দিকী, করতোয়া ডিগ্রী কলেজের প্রভাষক ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির সভাপতি সৈয়দা নাছিমা জামান, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ ।