শাহজাদপুরে ৫ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টায় গ্রেপ্তার এক

0
198
728×90 Banner

আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করায় একজন গ্রেপ্তার ।থানায় মামলা দ্বায়ের ও আসামীকে উপজেলা আদালতে প্রেরন।
প্রত্যক্ষসাক্ষীর মতে গত ২৯ এপ্রিল বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নন্দাহ গ্রামের মোঃ আবুসাঈদের কন্যা ৫ম শ্রেনীর ছাত্রী মোছাঃ শাকিলা খাতুন (১২) বাড়ির পাশে চরাতে ছাগলের ঘাস কাটতে গেলে একই গ্রামের মোঃ জনাব আলির পুত্র মোঃ মামুন( ১৯) শাকিলার শ্লীলতা হানির চেষ্টা করে। এ সময় শাকিলার চিৎকারে শাকিলার পরিবার ও আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট মামুন পালিয়ে যায়।পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হুদা ও এস আই জসিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকা থেকে লম্পট মামুন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শাকিলার মা সাংবাদিকদের বলেন , বেশ কিছু দিন ধরে মামুন শাকিলাকে উত্তাক্ত করছিল এবং শাকিলাকে বিয়ের প্রলভন দেখিয়ে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো । এ বিষয়টি শাকিলা তার বাবাকে বললে তারা বিষয়টি মামুনের পরিবারকে জানালে মামুনের পিতা উল্টো শাকিলার মা বাবাকে গালিগালাজ করে তারিয়ে দেয়।এ ঘটনায় শাকিলার মা রোকেয়া খাতুন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করেছে। আসামীকে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here