Daily Gazipur Online

শাহজালালে ৬০ পিস বিদেশি মোবাইল সেট সহ যাত্রী আটক

এস,এম,মনির হোসেন জীবন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশী ব্র্যান্ডের দামি ৬০টি মোবাইল ফোন সেট এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। আটক ওই যাত্রীর নাম জাহাঙ্গীর আলম।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো: সোলায়মান হোসেন আজ গনমাধ্যমকে মোবাইল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার মধ্যরাতের দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৪) নম্বরের একটি উড়োজাহাজ ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন জাহাঙ্গীর আলম। তখন গোপন সংবাদের ভিত্তিতে সে বিমানবন্দরে নেমে তড়িগড়ি করে গ্রীণ চ্যানেলে এলাকা দিয়ে বাহিরে বের হবার সময় তার গতিবিধি লক্ষ্য করে তাকে সন্দেহজনক মনে করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা।এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে ওয়ান প্লাস প্রো ব্র্যান্ডের ৬০ পিস দামি মোবাইল সেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের এ কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে ধৃত যাত্রী জাহাঙ্গীর আলম বিদেশ থেকে মোবাইল আনার কথা স্বীকার করেছে। এ বিষয়ে কাস্টমস আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।