Daily Gazipur Online

শাহজালালে ৬০ লাখ টাকার স্বর্ণ সহ দুই চোরাকারবারী আটক

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ১৫৪ গ্রাম স্বর্ণ এক নারী সহ দুই চোরাকারবারীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। আটককৃতরা হলেন- মো: ইমতিয়াজ ও মাফরোজা বেগম। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় তল্লাশী চালিয়ে এসব স্বর্ণ উদ্বার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-০৩৬) নম্বর উড়োজাহাজের যাত্রী ছিলেন ওয়ার্দা ইমতিয়াজ ও মাফরোজা। তারা বিমান থেকে নেমে তড়িগড়ি করে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বাহিরে বের হচিছল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা এই দুই যাত্রীকে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১ কেজি ১৫৪ গ্রাম সোনা উদ্বার করে। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। পরে সোনা পাচারের অভিযোগে তাদের দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস আইনে দুই যাত্রীর বিরুদ্বে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।