শাহজালাল বিমানবন্দরে বিরল প্রজাতির ২৪ বিদেশি পাখি জব্দ

0
200
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকা থেকে দেশে আনা ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব পাখি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার ৫টার দিকে শুল্ক গোয়েন্দা কর্তৃক বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত গোপন সংবাদের মাধ্যমে কাতার থেকে দেশে আসা (কিউআর-৬৩৪) নম্বরের ফ্লাইটটি ঢাকায় এসে অবতরণ করে। পরবর্তীতে আজ সন্ধ্যা ৬টার দিকে ওই বিমানের লাগাজ আনলোড করা কালে রামেজিং করা হয়। এক পর্যায়ে বিমান কার্গো হোল্ড থেকে ৮টি পাখির খাঁচা বের করে আনা হয়। এয়ারওয়ে বিল অনুযায়ী, পাখিগুলো স্মার্ট ইন্টারন্যাশনালের নামে আমদানি করা হলেও সি অ্যান্ড এফ মার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক আমদানিকারক পেট ওয়ার্ল্ড রাজুর নামে মিথ্যা ঘোষণায় খালাসের অপচেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, কাস্টমস গোয়েন্দার তৎপরতার ফলে বিরল প্রজাতির পাখি পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সাথে আলোচনার করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাখি গুলো বিমানবন্দরের কর্মকর্তাদের হেফাজতে ছিল। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এদিকে, আজ বৃহস্পতিবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা আফ্রিকা থেকে দেশে আনা ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি জব্দ করার বিষয়টি স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here