Daily Gazipur Online

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পেট থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার

এস.এম.মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুজন মিয়া (২৮) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্বারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার সময় মো. সুজন মিয়া (২৮) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগামী রাস্তার ডানে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় তাকে চ্যালেঞ্জ করেন ওই এলাকায় নিরাপত্তা ডিউটিতে থাকা আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে এপিবিএন পুলিশের কর্মকর্তারা বিশেষ কায়দায় ঘটনার আট ঘণ্টা পর ইয়াবা গুলো বের করে আনেন।
আলমগীর হোসেন শিমুল জানান,জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে। আটক সুজন মিয়া জামালপুর জেলার বক্সীগঞ্জ থানার কুশলনগর গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র।
জিজ্ঞাসাবাদে সুজন মিয়া এপিবিএন পুলিশকে জানিয়েছে- বরিশালের জনৈক হাসানের অর্থায়নে সে এই ইয়াবা বহন করেছে। সে ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে কক্সবাজার থেকে এই ইয়াবা ঢাকায় নিয়ে আসে। ধৃত মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে রাতে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে,আজ শুক্রবার বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া জানান, ইয়াবা উদ্বারের ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী সুজন মিয়াকে জিঞ্জাসাবাদের পর আদালতে পাঠানো হবে।