Daily Gazipur Online

শাহজালাল বিমানবন্দরে ১১৭০ পিস ইয়াবা সহ এক যাত্রী আটক

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রিয়াজুল মিয়া (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। আটককৃত যাত্রী রিয়াজুল মিয়ার পিতার নাম আব্দুর রহমান। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার গুলড়া গ্রামে তার বাড়ি।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে ইয়াবা সহ আটক করে এপিবিএন পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-০৪৩৪) নম্বরের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় আসে রিয়াজুল মিয়া (২৯) নামে এক যাত্রী। তখন গোপন সংবাদে খবর পেয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করে। পরবর্তীতে যাত্রী রিয়াজুল এর শরীরের পাকস্থলী এক্সরে করলে তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেটের অস্বিত্ব পাওয়া যায়। এক পর্যায়ে তার কাছ থেকে ১হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
বিমানবন্দর (এপিবিএন) পুলিশের সদস্যরা আজ জানান, প্রাথমিক জিঞ্জাসা¦াদে যাত্রী রিয়াজুল মিয়া ইয়াবা আনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার রাতে মামলা হয়েছে। পরে তাকে জিঞ্জাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে, আজ শনিবার বিকেলে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। ধৃত ইয়াবা ব্যবসায়ী রিয়াজুল মিয়াকে জিঞ্জাসাবাদ শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।