শাহজালাল বিমানবন্দরে ৪০ লাখ টাকার সোনার বারসহ যাত্রী আটক

0
189
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে দেশে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে ৮০০ গ্রাম ওজনের ৮ পিস সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত ওই যাত্রীর নাম সেলিম কেএইচ। তার পাসপোর্ট নম্বর- বিবি-০৩৬৪৮৬১। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
রোববার ভোরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে ৮ পিস সোনার বার সহ আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম আজ রোববার সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-০৮৭) নম্বরের বিমানটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসে অবতরণ করেন। আর ওই বিমানের যাত্রী ছিলেন সেলিম কেএইচ। তখন গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারে স্বর্ণ চোরাচালান হবে। তখন শুল্ক গোয়েন্দা দল সেই ফ্লাইটের যাত্রীদের দিকে কঠোর নজর রাখে। এক পর্যায়ে যাত্রী সেলিম কেএইচ বিমান থেকে নেমে তড়িগড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দারা তার কাছে কোন স্বর্ণ আছে কি-না জানতে চান। তখন তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়। কোনো কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুুর অস্তিত্বের সন্ধ্যান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পায়ুপথে স্বর্ণ রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৮ পিস স্বর্ণের বার বের করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃতের স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাকে সেলিম কেএইচ কে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া আজ রোববার ৮ পিস সোনারবার সহ এক যাত্রী আটকের বিষয়টি স্বীকার করেছেন।
ওসি জানান, জিঞ্জাসাবাদ শেষে সেলিম কেএইচকে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here