শাহরাস্তিতে অপরুপা নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
273
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি:মহান একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অপরুপা নাট্যগোষ্ঠীর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে উক্ত বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীরা। এতে দেশাত্মবোধক গান, কবিতা ও চিত্রাংকন পরিবেশন করা হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রমান্নয়ে পুরস্কার বিতরণ করা হয়। এতে কবিতা বিভাগে দুই ধাপে ৪ জন, সংগীতে ২ জন, চিত্রাংকনে দুই ধাপে ৬ জনকে বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন অপরুপা নাট্যগোষ্ঠীর সদস্যবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লা মেম্বার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার (পিপিএমবার) আব্দুর সাত্তার মজুমদার, অপরুপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক এরশাদ তালুকদার, শিশু শিল্পী আরমান হোসেন ও কাজী রুহুল প্রমুখ।
আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here