Daily Gazipur Online

শাহরাস্তিতে এসআইবিএল’র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন

দ্বীন মোহাম্মদ মুন্না: শাহরাস্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার বিজয়পুর বাজারে এ আউটলেট শাখাটির শুভ উদ্বোধন করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিজয়পুর আউটলেট শাখার সত্ত্বাধিকারী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. শাহ আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ইনচার্জ মো. মশিউর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. আব্দুল কাদের, হাজীগঞ্জ ব্র্যান্সের ম্যানেজার মো. মহি উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজ্বী আব্দুল লতিফ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যাবসায়ী সোহেল রানা, বিজয়পুর সুপ্রাবির প্রধান শিক্ষক আক্তার হোসেন, শিক্ষিকা হুমায়রা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, আ’লীগের ওয়ার্ড সভাপতি ফজলুল হক খাঁন ও ওয়ার্ড সদস্য খোরশেদ আলমসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।