
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর) থেকে:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোকবুল হোসেন পাটওয়ারী উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন। শুক্রবার বিকালে নিজ এলাকা টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামে এ উঠান বৈঠক ও আলোচনা সভা করেন।
৮ই মার্চ আনুষ্ঠানিকভাবে আনারস প্রতীক পেয়ে তার নির্বাচনী প্রচারনা চালানো শুরু করেন। প্রতীক বরাদ্দের পর এটাই ছিল তার নির্বাচনী প্রচারনার প্রথম উঠান বৈঠক ও আলোচনা সভা।
ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে ও টামটা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় ভোটারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইঞ্জি. মোকবুল হোসেন পাটওয়ারী।
এ সময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী, ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হোসেন মীর, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জামাল হোসেন, আ’লীগ নেতা মো. গাজী আহসান, রাজাপুরা মাদ্রাসার সাবেক শিক্ষক মো. আব্দুর মোতালেব, মাওলানা মো. আবুল কাসেম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভািস চেয়ারম্যান হাছিনা আক্তার, ইঞ্জিনিয়ার মো. শামিমুল আলম, মো. হাবিবুর রহমান বিএসসি, মো. মোজাম্মেল হোসেন পাটওয়ারী, হোসেনপুর স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলী বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন পাটওয়ারী, মো. মাহবুবুল আলম স্বপনসহ তএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের জনগণ। পরে হোসেনপুর সিনিয়র ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. রফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার সমাপন করেন।
