Daily Gazipur Online

শাহরাস্তিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

দ্বীন মোহাম্মদ মুন্না: আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (জেড এম আনোয়ার) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ হতে স্বচ্ছ, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে ভাইস-চেয়ারম্যান পদটি উন্মুক্ত রেখেছেন। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাবো। আমি আপনাদের একজন আপনাদের সাথে এক হয়ে এলাকার জনগণের জন্য কাজ করতে চাই।