
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” “বসতবাড়ী ও অফিস আদালত থাকলে পরিস্কার, ডেঙ্গু হবে না আবিস্কার” -এই স্লোগানকে প্রতিপাদ্য করে মশক নিধন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা। গত বুধবার (৩১জুলাই) উপজেলা ভূমি অফিস সংলগ্ন আঙিনা ও আশপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নাতা অভিযানের উদ্বোধন করেন তিনি।
এ সময় উম্মে হাবিবা মীরা বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে গেছে। এ ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পেতে হলে আমাদের সকলকেই অফিস ও বাসা-বাড়ির আঙিনাসহ চারপাশের ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিশ মশা বংশবিস্তার করতে না পারে। তিনি আরও বলেন, আমাদের এ অভিযান সব সময়ের জন্য অব্যাহত থাকবে, যতোদিন না ডেঙ্গু মশা ও এ রোগের প্রাদুর্ভাব না কমে।
এছাড়া অভিযান চলাকালীন সময়ে তিনি যুব উন্নয়ন কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে বলেন, আপনার অফিসের সামনে ও আশপাশের যতো আগাছা ও আবর্জনা রয়েছে সেগুলো জনবল লাগিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করে ফেলুন। তাছাড়া যেসমস্থ জায়গাগুলোতে পানি জমে আছে সেসমস্ত স্থানে বালি বা মাটি দিয়ে ভরাটের ব্যবস্থা করুন। যেনো পানি জমতে না পারে।
আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা উদ্ভোদন অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা ছাড়াও সার্ভেয়ার মো. শহিদুল ইসলাম, নাজির নারায়ণ চন্দ্র কুড়ি, অফিস সহকারী প্রতিমা রাণী, মো. কামাল হোসেন ও মো. মাসুদ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।






